হদ্দের পথচলা ০১-০২-২০২৪। একটি তরুণী এবং তার স্বপ্ন। প্রথম শুরুটা হয় বাসা থেকে দেওয়া হোস্টেলের টাকা বাচিয়ে, সেই ২৫০০টাকা + মেজ ভাইয়ের দেওয়া ৪০০০টাকা। আমি ইরিনা আফরিন ইভা, গোপালগঞ্জ শহরের মুকসুদপুর উপজেলার খন্দকারকান্দী গ্রামে বেড়ে ওঠা (বাংলাদেশ)। হদ্দের গল্পটা ফৌক কালচার এবং প্রত্যন্ত অঞ্চলের কারিগরিদের নিয়ে তৈরি। আমার দেশের মাটি, কাঠ,বাঁশ, সোনালী আশের গল্প প্রায় হারিয়ে যাচ্ছে।সেখান থেকেই ভাবনাটা আসে এগুলো নিয়ে কাজ করার। গ্রাফিক্স ডিজাইনের কাজে দক্ষ থাকায় খুব একটা সমস্যা হয়নি কালার সিলেক্ট এবং ডিজাইনের ক্ষেত্রে। কলেজ টাইম এবং করোনা মহামারিতে গ্রাফিক্স ডিজাইন আয়ত্ত করা হয়েছিল ইচ্ছে ছিলো ডিজাইন নিয়ে পড়াশোনা করা এবং এটা নিয়ে কাজ করার তবে পরিবারেরকে বোঝাতে ছোট বয়সে আমি ব্যার্থ ছিলাম বর্তমানে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, এবং কাজ করছি দেশীয় পণ্য নিয়ে। শুরুটা সবসময় নিজের করতে হয় উদ্যমে, আনন্দে, আগ্রহে।

ধন্যবাদ